ডায়মন্ড হারবারে হকার উচ্ছেদ সহ একাধিক দাবিনিয়ে এস এস অফিসে ডেপুটেশন জমা

বাইজিদ মন্ডল,ডায়মন্ড হারবার:- পশ্চিম বঙ্গ রেলওয়ে হকার্স ইউনিয়নের পক্ষ থেকে, ডায়মন্ড হারবার হকার লোকাল কমিটির উদ্যোগে, আজ বিকালে প্রায় চার শতাধিক হকারদের নিয়ে, এক হকার উচ্ছেদের প্রতিবাদ মিছিল সংগঠিত হয়, তার পর রেল স্টেশন সুপার মাস্টার অফিসারের কাছে ডেপুটেশন জমা দেওয়া হয়।
তাদের দাবি,
১) রেলের আইন অনুযায়ী অর্থের বিনিময়ে স্বীকৃতি দিতে হবে।
২)কেন্দ্রীয় হকার আইন ২০১৪ অনুযায়ী রাজ্যে অবিলম্বে হকার আইন প্রণয়ন করা।
৩) ভেন্ডিং কমিটি গঠন করে হকারদের পরিচয় পত্র দেওয়া।
৪) পৌর ও রেল স্টেশন এলাকার হকারদের শুধু ঋণ নয় তাদের আর্থিক অনুদান ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা।
৫) ডায়মণ্ডহারবারে দ্রুত হকার মার্কেট তৈরি করে হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করা সহ বিভিন্ন দাবিতে এই গনডেপুটেশন দেওয়া হয়েছে বলে জানা যায়।

    এদিন দক্ষিন ২৪পরগনা জেলার রেল হকার ইউনিয়নের সভাপতি দীপঙ্কর সিল জানায়, আজ ডায়মন্ড হারবার রেল স্টেশন হকার উচ্ছেদের দাবিতে এই প্রতিবাদ মিছিল এর সাথে ডেপুটেশন দেওয়া হয়েছে। আমাদের দাবি যদি না মানলে,পরবর্তীতে আমরা রাজ্য জুড়ে বৃহৎ আন্দোলনে পথে নামার হুংকার দেয়।