|
---|
বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা : রবিবারে অনুষ্ঠিত হলো মানব বন্ধন মঞ্চ সংগঠনের রাজ্য সম্মেলন। আর এই সম্মেলন মঞ্চ থেকে অসহায় প্রতিবন্ধী ব্যক্তিদের দেওয়া হল ট্রাইসাইকেল, হুইল চেয়ার সহ অন্যান্য সহায়তা। অপর দিকে মহিলাদেরকে দেওয়া হয় সেলাই মেশিন সহ একাধিক পরিষেবা । সম্মেলনের প্রাক্কালে সংগঠনের চেয়ারম্যান সেখ সাবির আহমেদ সাহেবের প্রচেষ্টায় এমনি এক মানবিক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় আমন্ত্রিত ব্যক্তিবর্গ- বিশিষ্ট সমাজসেবী কল্যাণ কুমার পাত্র T.C.C.F এর গ্রুপ ইনচার্জ আসিবর রহমান, বিমান ঘোষ, অর্পিতা মুখার্জি,ইমরান মন্ডল সহ একাধিক সমাজসেবী। নিজ উদ্যোগে সাবির আহমেদ সাহেবের এমনি মহতী উদ্যোগ কে এলাকাবাসী কুর্নিশ জানায়। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় “মানব বন্ধন মঞ্চ” মানবিক কাজ এর বার্তা নিয়ে এমনি ভাবেই মানুষের কাছে পৌঁছে যাবে। সুদূর বাঁকুড়া-বীরভুম থেকেও গুণীজনেরা আসেন। পশ্চিমবঙ্গ-সরকারের দুজন বিধায়ক দিলু সাহেব ও পরিবহন দপ্তর চেয়ারম্যান মুর্তাজা হোসেন সাহেব এবং সুদূর ডায়মন্ড হারবার থেকে ডাক্তার মহাশয় যিনি কোভিড যোদ্ধা হিসাবে পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা সর্বোত্তম কোভিড যোদ্ধা হিসাবে পুরস্কৃত হন।
তৎসহ চলচ্চিত্র জগতের শীল্পিরাও যাঁরা আমফান ও জাওয়াদ ঘূর্ণিঝড়ে ত্রাণশিবীর তৈরী করে দক্ষিণ চব্বিশ পরগণায় সুন্দরবন এর বিস্তীর্ণ এলাকায় দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন তাঁদের মধ্যে উল্লেখণীয় “বাবাই দে”, “অগ্নিকন্যা চট্টরাজ” ও আলি খাঁ” উপস্থিত থেকে আজকের এই (দুঃস্থ ব্যক্তিদের ট্রাইসাইকেল বিতরণ ও কম্বল ও সেলাই মেশিন বিতরণ) এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। সবার প্রিয় শেখ সাবির আহমেদ পরবর্তীতে এই ধরণের মানবিক অনুষ্ঠানের জন্য উপস্থিত অনেকেই আবেদন করেছেন, যেখানে পশ্চিমবঙ্গ সরকারের আধিকারিকরা ও এই ধরণের অনুষ্ঠানকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আগামী দিনে এই ধরণের সেবামূলক আরও অনেক কার্য্যক্রম সংগঠিত করবেন এমনি বার্তা সংগঠনের।