|
---|
নতুন গতি নিউজ ডেস্ক : কাউন্টিতে সবচেয়ে কম বয়সে অভিষেকেই ফিফটি করার নতুন রেকর্ড গড়েছেন সাসেক্স অলরাউন্ডার ড্যানিয়েল ইব্রাহিম। ইয়র্কাশায়ারের বিপক্ষে মাত্র ১৬ বছর ২৯৯ দিনে অভিষেকে ১৩৪ বলে ৫৫ রানের ইনিংসে নতুন এই রেকর্ড গড়েন এই স্কুল বালক।
কাউন্টি চ্যাম্পিয়নশিপ ইতিহাসে সবচেয়ে কমবয়সী হিসেবে ফিফটি হাঁকিয়েছেন ইব্রাহিম । তাও আবার প্রথম শ্রেণির ক্রিকেটের অভিষেকেই। ইব্রাহিমের ফিফটির সুবাদে প্রথম ইনিংসে ৩১৩ রান তোলে সাসেক্স। এই ১৬ বছর বয়সী অলরাউন্ডার ১৩৪ বলে তার ৫৫ রানের ইনিংসটি সাজান ৮ চারে।
সেই সঙ্গে আরেকটি ইতিহাসের পাতায়ও স্থান করে নিয়েছেন এই স্কুল বালক। সাসেক্সের ইতিহাসে দ্বিতীয় সর্ব কনিষ্ঠ হিসেবে অভিষেক হলো তার।
কাউন্টিতে সবচেয়ে কম বয়সী হিসেবে ফিফটি করার আগের রেকর্ডটি ছিল বিলাল শাফায়াতের। ২০০১ সালে ১৬ বছর ৩৬০ দিন বয়সে নটিংহ্যাম্পশায়ারের হয়ে ৭২ রান করে এই রেকর্ডটি গড়েছিলেন তিনি। এবার ২০ বছরের ব্যবধানে সেই রেকর্ড নিজের করে নিলেন ইব্রাহিম। এই নিয়ে মোট ৬ জন ১৬ বছর বয়সী ইংলিশ ক্রিকেটার প্রথম শ্রেণির ক্রিকেটে ফিফটি করলেন।
সাসেক্সের জবাবে ব্যাট করছে ইয়র্কশায়ার। ডেভিড মালানের অপরাজিত ১৬৬* রানে ৫ উইকেটে ৪০৭ রান সংগ্রহ করেছে তারা।