|
---|
নিজস্ব প্রতিনিধি : হুগলি জেলার ভাস্তারা গ্রাম পঞ্চায়েতের বাড়ুল গ্রামে মাঠে চাষ করতে গিয়ে মনসুর মন্ডল নামে একজন গরিব চাষী মারা যায়। স্থানীয় বিধায়ক অসীমা পাত্র সঙ্গে সঙ্গে পরিবারের পাশে এসে দাঁড়ান এবং রাজ্য সরকার থেকে দু লক্ষ টাকার চেক পরিবারের হাতে তুলে দেওয়া হয়, রাজ্যের মন্ত্রী রত্না দে নাগের মাধ্যমে পান্ডুয়া বিডিও অফিস থেকে। মৃত মনসুরের বড় ছেলে চোখে দেখতে পায়না, চক্ষু প্রতিবন্ধী ।একমাত্র উপায়ী মেজো ছেলে গতবছর মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যায়।ছোট ছেলের হার্ট এ ছিদ্র থাকায় বহু টাকা লেগে যায় ভেলোর থেকে হার্টের অপারেশন করতে গিয়ে ।এমন একটা পরিবার আজ খুবই অসহায়। এই গরিব অসহায় মুসলিম পরিবারকে সাহায্য করতে কোন সহৃদয় ব্যক্তি যদি এগিয়ে আসেন তাহলে 7001038322 তে ফোন করতে পারেন।