জয়রামপুর গ্রামের আহত তৃণমূল কর্মী পরিমল অধিকারীর বাড়ি গিয়ে পাশে দাঁড়ালেন বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য

সেখ সামসুদ্দিন : ২৪ নভেম্বর মেমারি বিধানসভার গোপগন্তার ১ অঞ্চলের জয়রামপুর গ্রাম নিবাসী আহত তৃণমূল কর্মী পরিমল অধিকারীর বাড়ি গিয়ে পাশে দাঁড়ালেন বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য।গত রাতে একের পর এক কর্মসূচি শেষে বিধায়ক পরিমলবাবুর বাড়ি গিয়ে খোঁজ খবর নেন। ঘটনা প্রসঙ্গে জানা যায় এলাকার সদস্যার পরিবারের উত্তম ক্ষেত্রফল নামে তৃণমূল কর্মী পুরাতন শত্রুতার ক্ষোভ মেটাতে পরিমল অধিকারীর উপর আক্রমণ করে। ফলে তার পাঁজরের হার ভেঙে যায়। পরিমলবাবুর পুত্র প্রসেনজিৎ অধিকারী জানান বিভিন্ন বেসরকারি নার্সিং হোমে চিকিৎসা করিয়ে এখন বাড়িতে শয্যাশায়ী হয়ে চিকিৎসাধীন আছেন। এ বিষয়ে পরিমলবাবুর দাদা রাজনৈতিক আক্রমণ বললেও বিধায়ক বলেন যারা তৃণমূল কর্মীকে আক্রমণ করে তারা দলের কেউ হতে পারে না। প্রসেনজিৎ অধিকারীর বক্তব্যকে সমর্থন জানিয়ে বিষয়টি দেখছেন এবং চিকিৎসাও যাতে ভালভাবে হয় সে বিষয়ে পাশে থাকার কথা বলেন বিধায়ক।