বর্ধমানের ISC সর্বভারতীয় রাইসা পারভিন দ্বিতীয় সংবর্ধিত হয়।

নিজস্ব সংবাদদাতা : ১৯আগষ্ট, শুক্রবার, বৈকাল ৪ ঘটিকায় বর্ধমানে BASE (Bengal Academia For Social Empowerment) বর্ধমান শাখার পরিচালনায় দুবরাজদিঘী আকাশ মাসুম অ্যাকাডেমি  স্কুলে মহতী সভাটি অনুষ্ঠিত হয়। রাইসা পারভিন আই এস সি পরীক্ষায় সর্বভারতীয় দ্বিতীয় স্থান দখল করে, তার প্রাপ্য নাম্বার ৯৯.৫ শতাংশ। আগামীতে তার ইচ্ছা ডাক্তার হওয়া। এই সভায় সংবর্ধনা দেওয়া হয়।    এই সভায় উপস্থিত ছিলেন ড. গিয়াস উদ্দিন সিদ্দিকী মাদ্রাসা বোর্ডের প্রাক্তন প্রেসিডেন্ট, কাজী মোহাম্মদ ইয়াসিন সম্পাদক Mamoon National School, আসফার হোসেন সম্পাদক বর্ধমান আল আমিন মিশন, সফিউর রহমান হাজারী সম্পাদক আল মাসুম একাডেমী, সামিউল আলম বিশিষ্ট সমাজসেবী ও কর্মকর্তা আল মাসুম একাডেমী, অধ্যাপক ইনামুর রহমান ভাতার কলেজ, উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী , মৌলানা আজাদ একাডেমী সহ-সম্পাদক ট্রাস্টি বোর্ড ও হযরত মানিক পীর বয়েজ হোস্টেলের সাধারণ সম্পাদক শেখ মনোয়ার হোসেন।সেলিনা বেগম প্রাক্তন আইসিডিএস সুপারভাইজার, অধ্যাপক কবিতা বেগম আলিয়া বিশ্ববিদ্যালয়, হুসনে হারা বেগম বর্ধমান ওয়াক গার্লস হোস্টেল। সুমন ইসলাম প্রিন্সিপাল আল মাসুম একাডেমি। এই সভায় কাজী মুহাম্মাদ ইয়াসিন রাইসাকে শুভেচ্ছা জানিয়ে জানালেন যে রাইসা শব্দের অর্থ রাইস অর্থাৎধনী, প্রধান, সুপ্রিম, প্রেসিডেন্ট, আগামীতে ও যেন তাই হতে পারে আশা করেন। বিশিষ্ট সমাজসেবী মনোয়ার হোসেন রাইসা কে সংবর্ধিত করে শুভেচ্ছা জানিয়ে তার হাতে “পবিত্র বাংলা কুরআনের অনুবাদ” যা লন্ডন একাডেমি থেকে আগত তার হাতে তুলে দেন,এবং আগামী দিন ইসলামিক আকিদার সাথে আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে মানব কল্যাণে কাজ করুক এটাই আশা করেন।