|
---|
সামিম হোসেন, সাগরদিঘি, মুর্শিদাবাদ : মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের মহরুল অঞ্চলের দিঘরি গ্রামের সাধারণ পরিবারের সন্তান সামিরুদ্দিন সেখ। এবছর নিট প্রবেশিকা পরীক্ষায় সারা ভারতবর্ষে ৪১৪৭ র্যাঙ্ক করে উত্তীর্ণ হয়েছে সামিরুদ্দিন। উচ্চমাধ্যমিক পরীক্ষার আগে পিতৃহারা হন তিনি। বাবা জয়নাল আবেদিনের মৃত্যুর পর মায়ের প্রচেষ্টায় উচ্চমাধ্যমিক পাশ করার পর এক বছর আল-আমিন মিশনে কোচিং নেন।এবছর নিট পরীক্ষায় সাফল্যে খুশির জোয়ার নেমে এসেছে এলাকাজুড়ে ।সম্প্রতি মেধাবী ছাত্রটিকে উত্তরীয় ও ফুলের স্তবক দিয়ে সংবর্ধনা জানান মুর্শিদাবাদ জেলা যুব তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক আব্দুল হালিম।
বিধায়ক সৌমিক হোসেনের নির্দেশে এদিনের সংবর্ধনায়
উপস্থিত ছিলেন হাবিব সেখ,হেদায়েতুল্লা সেখ সহ অন্যান্য যুব কর্মীরা।