|
---|
বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা : প্রতিদিনের ন্যায় সুন্দরবনের অধিন, কুলতলি ফরেস্ট অফিসের কর্মচারিগন সুন্দরবনের নির্দিষ্ট এলাকায় টহলদারি করেন। আজ সকালে কুলতলী ফরেস্ট অফিসের এলাকাধিন ডমিনেশনের সময় হঠাৎ তাদের সম্মুখে হরিণ, তৎক্ষনাৎ বনদপ্তর এর কর্মচারীরা সু-কৌশলে হরিণীকে নিয়ে কুলতলি ব্লক প্রাণি সম্পদ আধিকারিক দফতরে আনেন। ডাক্তার বাবু হরিণী টিকে ভালো করে পরিক্ষা করারপর হরিণীকে মৃত ঘোষনা করেন। সাথে সাথে পোস্ট মটামের ব্যবস্থা করেন। হরিণীটির পেটে মেয়ে শাবক দেখতে পান,দিন কয়েকের মধ্যেই তা ভূমিষ্ঠ হওয়ার অবস্থায় ছিল। কুলতলি প্রাণকেন্দ্র জামতলায় অবস্থিত ব্লক প্রাণী সম্পদ দপ্তর হওয়ায় আজ বাজার বারের দিনে অধিক মানুষ ভীড় জমায় এমন সুন্দর মুহূর্তের সাক্ষী হতে। ভীড় সামলাতে বন দপ্তরের কর্মীদের দেখা মিলেছে। তবে কি ভাবে বাঘ হরিণ টিকে ধরল তা তদন্ত শুরু করেছেন বন দপ্তর । বেশ কিছুদিন ধরে বাঘে মানুষ মারার প্রবণতা দেখা মিলছে। গত এক সপ্তাহে তিনজন বাঘের আক্রমণে আহত ও নিহত হয়েছেন। কুলতলির মৎস্য জীবি কাঁকড়া ধরতে গিয়েছিল সুন্দরবনের জঙ্গলে, সঙ্গীদের তৎপরতায় দুইজন কে মৃত অবস্থায় আনলে ও একজন এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। স্বাভাবিক ছন্দে ফিরতে পারবে না এমনই পরিবার সূত্রে তথ্য মিলেছে।