|
---|
বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা : বিধায়কের উদ্যোগে কুলতলির জালাবেরিয়া ২ অঞ্চলের দক্ষিণ কাওরাখালি ঐতিহ্যবাহী বাৎসরিক “৩২ কাড়ার মই ছাড়া” অনুষ্ঠিত হলো। যা দেখতে ভিড় জমিয়েছেন এলাকার অগণিত মানুষ জন। গাঙ্গেয় সুন্দরবনের অগণিত মানুষের কাছে এই অনুষ্ঠান অত্যাধিক আনন্দ-বিনোদনের। এই অনুষ্ঠান টি সার্বিক সহ পরিচালনায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ২অঞ্চলের প্রধান কমল শিকারি, তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি ইয়ামিন মিস্ত্রি, অর্জুন কৃষ্ণ বায়েন, প্রাক্তন সভাপতি শ্যামাপদ নাইয়া, পঞ্চায়েত সদস্যা মাফুজা লস্কর, অনুষ্ঠানটি সঞ্চালনে সাহাদুল ইসলাম সেখ। বিশেষ করে তৃণমূল কংগ্রেসের কর্মীদের পরিচালনায় এমনি অনুষ্ঠান বলে জানা যায়।