যুবককে পরিকল্পনা করে হত্যা মা-মেয়ের, মৃতের পরিবারের পাশে সমাজতান্ত্রিক বঙ্গীয় পুরুষ মোর্চা ও অল ইন্ডিয়া ব্রাদার্স ইউনিয়ান

দেবজিৎ মুখার্জি, কলকাতা: কথায় আছে প্রেমের সম্পর্ক ছুঁয়ে যায় মন। কিন্তু সব প্রেমের পরিণাম হয়না সুন্দর। এমনই এক দুঃখজনক ঘটনার শিকার হলো কলকাতার কুদঘাট এলাকার দীনেশ পল্লীর বাসিন্দা অয়ন মন্ডল। প্রেমিকা ও তার মায়ের চক্রান্তের শিকার হলো কুদঘাটের এই যুবক। অল্প বয়সেই প্রাণ হারাতে হলো তাকে। গ্রেপ্তার করা হয় প্রেমিকা প্রীতি জানা ও তার মা রুমা জানাকে।

    অয়ন মন্ডলের মায়ের বক্তব্য প্রীতি ও অয়নের ৭-৮ বছরের সম্পর্ক। মাঝে মধ্যেই ঝামেলা হতো, আবার পরে মিলমিশ হয়ে যেতো। দশমীর দিন থেকে নিখোঁজ ছিলো অয়ন। দ্বাদশীর দিন জানা যায় অয়নের মৃত্যু হয়েছে। এর মাঝে ধৃত প্রীতি জানা ও তার মা এসে অয়নের খোঁজ নেয়, কিন্তু তখন অয়নের পরিবার তাদের সেই ষড়যন্ত্র বুঝতে পারেনি। তবে ঠিক কি কারণে হত্যা করা হলো, তা এখনো জানা যায়নি।

    অন্যদিকে অয়ন মন্ডলের পিশির বক্তব্য এর আগেও অয়নকে আক্রমন করা হয়েছিল। প্রীতির বাবা চাইতো না যে এই সম্পর্ক টিকুক। তিনি জানান অয়নকে হত্যা করার পরিকল্পনা অনেক আগে থেকেই করা হয়েছিল। এর সাথে সাথে তাঁর অভিযোগ হরীদেবপুর থানা টাকা নিয়ে ঘটনা ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছে। পরে চাপে পড়ে গ্রেপ্তার করতে বাধ্য হয়।

    স্থানীয় এক সমাজসেবীর কথায় অয়নকে হত্যা করার পরিকল্পনা অনেক আগে থেকেই করা হয়েছিল কারণ লাশ ফেলার ভ্যান অনেক আগে থাকতেই ঠিক করে রাখা হয়েছিল।

    মৃত অয়নের পাশে দাঁড়ায় সমাজসেবী উত্তরণ পাঠক ও আইনজীবী সমৃদ্ধ দেবের নেতৃত্বে বাংলার এক পুরুষ অধিকার সংগঠন ‘সমাজতান্ত্রিক বঙ্গীয় পুরুষ মোর্চা’ ও ‘অল ইন্ডিয়া ব্রাদার্স ইউনিয়ন’। শনিবার সংগঠন দুটি মৃত অয়ন মন্ডলের পরিবারের দেখা করে তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেয়। প্রতিবাদ রূপে ধৃত প্রীতি জানা ও তার মা রুমা জানার ছবি জ্বালানো হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ধৃতরা জামিন পাওয়ার চেষ্টা করছে।