|
---|
নতুন গতি, মালদা: এবার পুজোয় মালদা শহরের ঐতিহ্যবাহী এয়ারভিউ কমপ্লেক্সের ছন্দম সংস্থা মাতিয়ে তুলল দিল্লির পুজো মণ্ডপ গুলিতে। গত তিনদিন ধরে ছন্দম বাংলা সহ ভারতের বিভিন্ন রাজ্যের লোকসংস্কৃতি গুলি তুলে ধরলো সুদূর রাজধানী দিল্লির মঞ্চে। এবার ওখানে উদ্যোক্তাদের তরফে ডাক পেয়েছেন ও কয়েক দিন আগে একঝাঁক শিল্পী নিয়ে পুজোয় দিল্লি পাড়ি দিয়েছেন তাঁরা। সাধারণ দর্শক সহ পুজো উদ্যোক্তারা তাদের অনুষ্ঠান দেখে আপ্লুত হন। বিশেষ করে বাংলার নবান্ন উৎসব, নৃত্যনাট্য, বাংলার সারি, ঝুমুর, বাউল, ধামাইল, মালদহের গম্ভীরা দেখে এতই খুশি যে আগামী ২০২০ তে আবার তাদের আমন্ত্রণ জানানো হয়। এই নৃত্যে অংশ নেয় অজিত, নিবেশ, আকাশ, শিখা, লাকি, রুম্পা, মেঘা, মাম্পি, সায়ন্তী, প্রিয়া, তনুশ্রী, শ্রেয়া। ছন্দম এর নৃত্য পরিচালিকা তথা শিক্ষিকা চম্পা দাশগুপ্তা (উপাধ্যায়) ও ছন্দম এর কর্ণধার আশীষ উপাধ্যায় কে বিশেষ ভাবে সম্মান জানানো হয় অনুষ্ঠানে।দিল্লি অনুষ্ঠানে সহযোগী শিল্পীরা ছিলেন কমল কর্মকার, শঙ্খদ্বীপ উপাধ্যায়, সাগরিকা মিত্র, রুমা কর্মকার, কঙ্ক কর্মকার। আশিস উপাধ্যায় মোবাইলে জানান, আমরা খুবই আপ্লুত । জেলা ও রাজ্যের বিভিন্ন ঐতিহ্যবাহী সাংস্কৃতিক কর্মসূচি দিল্লীর মঞ্চে তুলে ধরতে পেরে। আমরা শীঘ্রই মালদা ফিরব।