|
---|
নিজস্ব সংবাদদাতা,মেদিনীপুর : সবং ব্লক যুব কংগ্রেসের উদ্যোগে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও সবং ব্লক জুড়ে আমফানের ক্ষতিপূরণ নিয়ে শাসকের দলবাজি এবং দুর্নীতির প্রতিবাদে রবিবার এক বিশাল বিক্ষোভ মিছিল হয়। বিক্ষোভ মিছিল শেষে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্রধানমন্ত্রীর কুশপুতুল দাহ করে তাঁরা।
এদিনের মিছিলে নেতৃত্ব দেন পশ্চিম মেদিনীপুর জেলা যুব কংগ্রেসের সভাপতি মহঃ সাইফুল। এছাড়াও উপস্থিত ছিলেন জেলার সহ-সভাপতি সুহাশিষ পণ্ডা, ব্লক যুব কংগ্রেসের সভাপতি মুকেশ বক্সী ও সহ-সভাপতি শেখ ওয়াসিম সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।