|
---|
মহিউদ্দীন আহমেদ, সিউড়ী বীরভূম: শনিবার সকালে প্রকাশ্যে রাজনগর থানার কাছে রাস্তার উপরে স্থানীয় তৃণমূল নেতাকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়লো। এদিন রাজনগর বড়বাজারের এক যুবক তৃনমৃুল নেতা বাসুদেব মন্ডলকে আক্রমন করে। আক্রান্ত নেতাকে প্রথমে রাজনগর গ্রামীণ হাসপাতালে ও পরে সিউড়ি জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়৷ অভিযুক্ত যুবক শুভেন্দু ওরফে পল্টু নন্দীকে গ্রেফতার করে রাজনগর থানার পুলিশ৷ পুরোনো কোনো বিবাদের জেরে আক্রোশ বশতঃ তৃনমূল নেতার উপর আক্রমন করা হচ্ছে বলে মনে করছে। ধৃত অভিযুক্ত যুবকের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্হানীয়রা। রাজনগরে মতো ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকায় শাষকদলের নেতার উপর আক্রমনের ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে জেলার রাজনৈতিক মহলে।