|
---|
শিলিগুড়ি: যোগ্য ব্যক্তিরাই জায়গা পাবেন তৃণমূল কংগ্রেসের জেলা কমিটিতে।জানালেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি পাপিয়া ঘোষ।তিনি জানালেন দলের সিদ্ধান্তই চুড়ান্ত সিদ্ধান্ত।কারন শিলিগুড়িতে দলকে এগিয়ে নিয়ে যেতে যোগ্য মানুষের দরকার।আর দল সেই সব লোকেদেরই নেবে যারা যোগ্য দলের জন্য
শিলিগুড়িতে মানুষ আমাদের অনেক বিশ্বাস এবং ভরসা করে ভোটে জীতিয়ে এনেছেন।এখন আমাদের একমাত্র কাজ সেই ঋন পরিশোধ করে দেওয়া।এমন কাউকে দলে নেওয়া হবে না যার কোন যোগ্যতা নেই।আর জেলা কমিটিতে থাকতে গেলে নিজেদের যোগ্যতা প্রমান করে দেখাতে হবে।জানিয়ে দিলেন দার্জিলিং জেলা সভাপতি পাপিয়া ঘোষ।এবারে আমাদের শিলিগুড়ি মহকুমা পরিষদ দখল করতে হবে,সেই লক্ষ্য নিয়ে আমাদের ঝাপিয়ে পড়তে মুখ্যমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন।জেলা কমিটিতে কারা কারা থাকবেন সেটা ঠিক করা হবে কলকাতা থেকেই।কাজেই জেলা কমিটিতে যারা থাকবেন না তাদের আর কিছু বলবারই থাকবে না।আর এ বিষয়ে আমার কিছু বলবার নেই।দল যাকে যোগ্য মনে করবে তাকেই দলে নেবে বলে জানালেন পাপিয়া ঘোষ।আমাদের মুল লক্ষ্য হল শিলিগুড়ি মহকুমা পরিষদ দখল করা,তাই জেলা কমিটিতে কে কে থাকবেন কে থাকবেন না,সেটা নিয়ে আপাতত আমার ভাবার সময় নেই।দল যেটা করতে বলবে আমি সেটাই করবো বলে জানিয়ে দিলেন তৃণমূল কংগ্রেসের দার্জিলিং জেলা সভাপতি পাপিয়া ঘোষ।