|
---|
নতুন গতি , মেদিনীপুর : শীতের শুরুতেই হটাৎ করেই ডায়রিয়া প্রকোপ । জানা গেছে , পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের মুগবসান গ্রামে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। ইতিমধ্যেই তারা চিকিৎসাধীন মোহবনী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ও কেশপুর গ্রামীন হাসপাতালে। কিছু জনকে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে ছেড়ে দেওয়া হলেও একজনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এই ঘটনায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। আক্রান্ত রোগী সেখ আলতাফ আলী বলেন, আমাদের পাড়ায় গত ৭ দিন ধরে এই ঘটনা ঘটছে। আমাদের পাড়াতে দশ বারো জনের শরীরেই এই ধরনের একই উপসর্গ দেখা দিচ্ছে। বমি আর তার সঙ্গে পেট খারাপ। দিনে কতবার যে বাথরুমে যাচ্ছি তা জানি না। তবে হাসপাতালে এসে এখন অনেকটাই সুস্থ রয়েছি।
মোহবনী স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ডাঃ নাজমুল মল্লিক বলেন, ১০ জন এই স্বাস্থ্য কেন্দ্রে ডায়েরিয়া আক্রান্ত হয়ে ভর্তি করা হয়েছিল। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মেদিনীপুরে পাঠানো হয়েছে। সকল রোগীকে ছেড়ে দেওয়া হলেও দুজনকে ভর্তি রাখা আছে।
আক্রান্তদের প্রাথমিক অনুমান পানীয় জলের কারণে এই ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই স্থানীয় প্রশাসনের তরফ থেকে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। অন্যদিকে কেশপুর ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার শিবনাথ ঘোষ জানিয়েছেন,মুগবসান গ্রামের কয়েকজন ডায়েরিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তবে কারো অবস্থায় আশঙ্কা জনক নয়। এটা সম্ভবত ফুড পয়জনিং থেকে হতে পারে। আমরা খাবার ও জলের নমুনা গ্রাম থেকে সংগ্রহ করে নিয়ে এসেছি। সেগুলো পরীক্ষা করে দেখার পরই ডায়রিয়ার আসল কারণ বোঝা যাবে। তবে এই নিয়ে তেমন বেশি চিন্তার কোনও কারণ নেই।
সোমবার নতুন করে আক্রান্ত হওয়ায় কেশপুর BMOH ডাক্তার শিবনাথ ঘোষ আক্রান্ত এলাকায় গিয়ে পরিদর্শন করেন।