উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির উদ্যোগে অরণ্য সপ্তাহ উদযাপন ও ভূমি রাজস্ব বিষয়ে আলোচনা সভা

নতুন গতি, ওয়েব ডেস্ক : উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির উদ্যোগে অরণ্য সপ্তাহ উদযাপন ও ভূমি রাজস্ব বিষয়ে আলোচনা সভা। আলোচ্য সভায় উপস্থিত ছিলেন উঃ চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি শ্রীমতি বিনা মণ্ডল,বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ জনাব এ কে এম ফারহাদ সাহেব, সচিব শ্রী প্রবীর কুমার সরকার,রেঞ্জার বারাসাত ভাস্কর জ্যোতি পাল, পরিতোষ কুমার সাহা সদস্য জেলা পরিষদ সহ অন্যান্যরা।

     

    বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ সাহেব বলেন রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং জেলা প্রশাসনের আধিকারিকদের সহায়তায় আমরা মানুষের পাশে থেকে সব সময় বিভিন্ন রকমের কর্মকান্ড পরিচালনা করে চলেছি। অরণ্য সপ্তাহ উদযাপন ও ম্যানগ্রোভ অরণ্য কে ঠিক ভাবে সাজিয়ে তোলার জন্য রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্প গুলি আছে আমাদের জেলা পরিষদের দল অত্যন্ত দায়িত্ব নিয়ে সেই কাজগুলো সমাধান করবে বলে কর্মাধ্যক্ষ বলেন। একই সঙ্গে ভূমি দপ্তরের রাজস্ব বৃদ্ধি বিষয়ে আধিকারিকদের সঙ্গে বিভিন্ন সুপরামর্শ সম্পন্ন হয় যা আগামী কিছুদিনের মধ্যে পরিচালিত হতে চলেছে বলে ফারহাদ সাহেব জানান।