|
---|
নতুন গতি প্রতিবেদক, কলকাতা: রাজ্যে ডেঙ্গুর জেরে আক্রান্ত ও মৃত্যুর তথ্য বিকৃত করছে রাজ্য সরকার। ব্যর্থ কলকাতা পুরসভা। এই অভিযোগ তুলে বিজেপির পুরসভা অভিযান ঘিরে ধুন্ধুমার কলকাতায়। পুলিশের ব্যারিকেডে ধাক্কা বিজেপি যুব মোর্চার কর্মীদের। ব্যারিকেড ভেঙে ফেলে বিজেপি কর্মীরা। এরপর লাঠি চালাতে বাধ্য হয় পুলিশ। এই ঘটনায় বেশ কয়েকজন বিক্ষোভকারী জখম হয়েছেন। আটক করা হয়েছে বিজেপির তারকা নেত্রী রিমঝিম মিত্র-সহ বেশ কয়েকজনকে।
বিজেপি নেত্রী রিমঝিম জানিয়েছেন, বিজেপির তরফে আগে থেকেই পুলিশের কাছ থেকে সবকিছুর জন্যে অনুমতি নেওয়া ছিল। কিন্তু এরপরেও পুলিশ জল কামান ছোঁড়ে এবং লাঠিচার্জ করে বলে দাবি দাবি তাঁর। একই সঙ্গে বিজেপির নেত্রীর আরও মারাত্মক অভিযোগ, তাঁদের গায়ে ছেলে পুলিশেরা হাত দেয়।অন্যদিকে বিজেপির তরফে জানানো হয়েছে যে, বিনা প্ররোচনাতে পুলিশ লাঠিচার্জ করেছে। বেছে বেছে নেতা-কর্মীদের গ্রেফতার করা হচ্ছে। অনুমতি থাকা সত্ত্বেও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন বিজেপির।যদিও ঘটনার প্রায় কয়েক ঘন্টা কেটে গেলেও পরিস্থিতি এখনও উত্তপ্ত। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনীকে।
উল্লেখ্য, ডেঙ্গি ইস্যুতে বুধবার কলকাতা পুরসভার উদ্দেশে অভিযানে নামে বিজেপি যুব মোর্চার। সেন্ট্রাল অ্যাভিনিউতে এয়ার ইন্ডিয়ার অফিস থেকে জমায়েত শুরু হয়। সেখান থেকেই মিছিল যাওয়ার কথা ছিল পুরসভা পর্যন্ত। এরপর চাঁদনি চকেই বিজেপির মিছিল আটকে দেয় পুলিশ। ডেঙ্গি মোকাবিলায় সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে এদিনের বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেয় বিজেপি যুব মোর্চা। মিছিলে ছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মশা, মশারির মডেল নিয়ে বিক্ষোভ মিছিল করে বিজেপি।