|
---|
সামিম হোসেন ও রবিউল ইসলাম,সাগরদিঘি:ঠিক এই সময়ে গতবছর আমফান এসেছিল । মানুষ আমফানকে ভুলে আবার নতুনভাবে বাঁচতে শুরু করছিলো। কিন্তু এবারও ঝড়ের তান্ডব।
এবারে ‘ ইয়াস’ ঝড়ে মাননীয়া মুখ্যমন্ত্রী প্রাকৃতিক বিপর্যস্তদের জন্য দুয়ারে সরকারের মতো “দুয়ারে ত্রান” এর ব্যাবস্থা করবেন বলে জানিয়েছেন। এই পরিস্থিতিতে মুর্শিদাবাদের সাগরদিঘিতে মাননীয় মন্ত্রী সুব্রত সাহা ত্রিপল বিতরণ করলেন। এই বিপর্যয়ে ত্রান নিয়ে এগিয়ে আসতে দেখা গেল সুব্রত সাহাকে। সাগরদিঘির বাড়ালা অঞ্চলের অসহায় মানুষের পাশে প্রাকৃতিক বিপর্যয় যশ নিয়ে কথাবার্তা বললেন। ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে কিছু ত্রাণ নিয়ে উপস্থিত হন তিনি।শুক্রবার সাগরদীঘির বাড়ালা অঞ্চলে এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন ব্লক যুব সভাপতি কিসমত আলী।
২৮মে ২০২১
ছবি-সাহিন হোসেন