স্বাধীনতা দিবস ও রাখী বন্ধন উৎসবে গাছের চারা সহ দুঃস্থ ছাত্রছাত্রীদের পড়ার সামগ্রী বিতরন

মহম্মদ শেখ আরেফুল, নন্দকুমার , পূর্ব মেদিনীপুর : নন্দকুমার ব্লকের অন্তগর্ত উঃ নরঘাট এলাকার এক স্বেস্ছাসেবী বা পরিবেশপ্রেমিক সংস্থা ” নরঘাট কুইজ ফোরাম ” এর ব্যবস্থাপনায় ৫ম বর্ষের লগ্নে ৫০ পিস গাছের চারা বিতরণ তৎসহ দরিদ্র স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের খাতা , কলম , জ্যামেতিবক্স , পেনসিল সহ আরো নানান সামগ্রী তুলে দিলাম ৷ সংস্থার সম্পাদক মহম্মদ শেখ আরেফুল বলেন যে , সমাজের পাশে থাকা আমরা এক স্বপ্নের ফেরিওয়ালা ৷ বিভিন্ন কর্মকান্ডে এই সংস্থা সহযোগিতা করে এসেছে আর পরবর্তীতেও করবে।

     

    তাছাড়া ব্লকের বিভিন্ন গ্রাম থেকে অসহায় মানুষের পাশে থাকার অঙ্গিকার নিয়ে আমরা সেই সমস্ত মানুষদের কিছু বর্ষার সামগ্রী তুলে দিলাম ৷ আমরা নরঘাট কুইজ পরিবার গর্বিত এই সমস্ত মানুষদের পাশে পেয়ে ৷ আমরা যে শুধু গাছের চারা তুলে দিলাম তা কাজ শেষ নয় তার সঠিক পরিচর্যার জন্য দেখভালের দায়িত্ব নিয়ে আমরা কাজ করছি ৷ এছাড়াও বিশেষ আকর্ষণ বলতে সারা বাংলা ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিলো ৷ সেখানে পূর্বমেদিনীপুরের সেরা ৫জন ক্যুইজ মাস্টার সহ ইন্ডিয়ান রেলওয়ে ও মেদিনীপুর সমন্বয় সংস্থার সম্পাদক মহাশয় উপস্থিত ছিলেন ৷ এছাড়া পূর্ব মেদিনীপুর সহ বিভিন্ন জেলা বা বিভিন্ন এলাকা থেকে তুখোর তুখোর ক্যুইজারা উপস্থিত হয়েছিলেন আমাদের এই ক্ষুদ্রক প্রয়াসে ৷