দুস্থদের মাঝে শ্রাদ্ধের বেঁচে যাওয়া খাবার বিতরণ : সৌজন্যে সঞ্জীবনী ফুড ব্যাঙ্ক

মিজানুল কবির,বহরমপুর: শ্রাদ্ধ অনুষ্ঠান । বেঁচে গেছে অনেক খাবার । নষ্ট হয় পাছে ? ফোন আসে সঞ্জীবনী র সদস্য সুদীপ দে মহাশয়ের কাছে । হ্যাঁ গতকাল ছিল বহরমপুরের খাগড়া নিবাসী ব্রততী ব্যানার্জির বাড়িতে শ্রাদ্ধ অনুষ্ঠান । তড়িঘড়ি খাবার সংগ্রহের কাজে নেমে পড়েন সঞ্জীবনী ফুড ব্যাঙ্কের যোদ্ধারা । এবার বিতরনের পালা । খাবারের সাথে সাথে বাচ্চাদের জন্য নানান রকমের স্বাস্থ্যকর ফল দেওয়া হয় সাথে । নিয়ম করে বিলিয়ে দেওয়া হয় ছোটদের মাঝে ফলমূল । রাধার ঘাট অঞ্চলে দুস্থদের মাঝে বিতরণ করা হয় সেই খাবার । মেনু ছিল ভাত, ডাল,চাটনি ,আলুপোস্ত , ডালনা ,মিষ্টি ইত্যাদি । হ্যাঁ এভাবেই মুর্শিদাবাদের বহরমপুরের খাবার নষ্ট রক্ষার জন্য প্রতিনিয়ত কাজ করে চলেছে সঞ্জীবনী
ফুড ব্যাঙ্কের যোদ্ধারা । সঞ্জীবনী ফুড ব্যাঙ্কের তরফে ধন্যবাদ জ্ঞাপন করা হয় এবং পূর্ণেন্দু মহাশয়ের আত্ম্বার শান্তি কামনা করা হয় । সঞ্জীবনীর সদস্যরা এভাবেই পাশে থাকার আশ্বাস দেন সাথে সাথে খাবার নষ্ট না করবার অনুরোধ জানান ।