অজয় নদের বাঁধ পরিদর্শন করলেন বর্ধমানের জেলা শাষক ও সভাধিপতি

নিজস্ব সংবাদদাতা, বর্ধমান: পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট ও আউসগ্রাম এলাকার অজয় নদের বাঁধ পরিদর্শন করলেন জেলা প্রশাসনের কর্তারা। রবিবার আউশগ্রামের বুধরা গ্রামের কাছে অজয় নদের বাঁধে ক্ষতিগ্রস্থ অংশের পরিস্থিতি খতিয়ে দেখেন। রবিবার ওই এলাকা পরিদর্শন করতে আসেন পূর্ব বর্ধমানের জেলাশাসক প্রিয়াঙ্কা শিংলা। সঙ্গে ছিলেন জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, সঙ্গে ছিলেন আউশগ্রাম ২ বিডিও গোপাল বন্দ্যোপাধ্যায় সহ প্রশাসনিক আধিকারিকরা। শনিবার রাতে অজয় নদের বাঁধ ভেঙে যায়। শনিবার রাতের মধ্যেই বাঁধের ভেঙে যাওয়া অংশ বালির বস্তা দিয়ে মেরামত করে দেওয়া হয়। এদিন বুধরা ছাড়াও নদীবাঁধের অন্যান্য অংশেও জেলাশাসক ও সভাধিপতি পরিদর্শন ক‍রেন। আউসগ্রাম সহ মঙ্গলকোট এলাকার কাঁঠালবাগান এলাকাতেও নদী বান্ধ সরেজমিনে খতিয়ে দেখেন।

    ঝাড়খণ্ডের সিকাটিয়া ব্যারেজ থেকে দফায় দফায় জল ছাড়ায় বিপদসীমার কাছাকাছি রয়েছে জলস্তর। অজয় তীরবর্তী জনবসতি এলাকায় বসবাসকারী মানুষদের নিরাপদ জায়গায় সরিয়ে দেওয়া হয়েছে। টানা বৃষ্টিপাতের জেরে আউশগ্রামের বুধরা গ্রামের কাছে নদীবাঁধের বেশকিছুটা অংশ ভেঙে যায়। যাতে ভাঙন বেড়ে এলাকা প্লাবিত না করতে পারে তার জন্য প্রশাসন থেকে তরিঘরি ওই অংশ মেরামত করে দেওয়া হয়েছে।

    এদিন জেলাশাসক, জেলাপরিষদের সভাধিপতি সহ প্রশাসনিক আধিকারিকরা বুধরা এলাকায় পরিদর্শনে আসেন। বেশকিছুক্ষণ ধরে মেরামতির কাজ পরিদর্শন করেন।

    আউশগ্রাম কালীদহ রোডে কুনুর নদীর কাঁদরের ওপর বাগরাই গ্রামে সেতুর দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা। জেলাশাসককে হাতের কাছে পেয়ে নতুন সেতু নির্মাণের দাবি জানান। জেলাশাসক তাদের আশ্বস্ত করেন। বিডিও গোপাল বন্দ্যোপাধ্যায় বলেন,” নদীবাঁধের দূর্বল জায়গাগুলি জেলাশাসক ও সভাধিপতি পরিদর্শন করেছেন।দ্রুত কাজ করা হচ্ছে।” স্হানীয় আউসগ্রাম ২ নং ব্লকের শাষকদলের কার্যকরী সভাপতি সেখ লালন বলেন, প্রশাসন খুব ভালো কাজ করছে। বেশ কয়েকদিন বৃষ্টি হওয়াই নদীর জলচ্ছাস বাড়ছে। বন্যার শঙ্কা রয়েছে। তাই নদী বাঁধ খতিয়ে দেখলেন প্রশাসনিক কর্তারা।