|
---|
বাবলু হাসান লস্কর দক্ষিণ চব্বিশ পরগনা : আলিপুর দুয়ারে একটি আসনে, বাঁকুড়ার আটটি আসনে, বীরভূমের ১৪ টি আসনে, দক্ষিণ দিনাজপুরের ১৮ টি আসনে, হুগলির ২৯ টি আসনে, হাওড়ার আটটি আসনে, জলপাইগুড়ি ১৪ টি আসনে, মালদাহ ১১২ টি আসনে, মুর্শিদাবাদের ১৭৫ টি আসনে, নদীয়া ৮৯ টি আসনে, উত্তর ২৪ পরগনার ৪৬ টি আসনে, পশ্চিম মেদিনীপুরের দশটি আসনে, পূর্ব মেদিনীপুরের ৩১ টি আসনে, পূর্ব বর্ধমান দশটি আসনে, পশ্চিম বর্ধমান তিনটি আসনে, পুরুলিয়া চারটি আসনে, ও দক্ষিণ ২৪ পরগনা ছত্রিশটি আসনে ১০ই জুলাই পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হয় ।
দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার এক নম্বর ব্লকে দশটি বুথে পুনরায় ভোট গ্রহণ হয়, বিষ্ণুপুর ব্লকের একটি বুথে, বাসন্তী ব্লকে চারটি বুথে, গোসাবা ব্লকে পাঁচটি বুথে, জয়নগর এক ব্লকে পাঁচটি বুথে, কুলতলী ব্লকের তিনটি বুথে, জয়নগর ২ ব্লকের তিন টি বুথে, বারুইপুর ব্লকে একটি বুথে, মগরাহাট ব্লকের একটি বুথে, মথরাপুর ২ ব্লকে এক টি বুথে, মন্দির বাজার ব্লকে দুইটি বুথে পুনরায় ভোট গ্রহণ হয় এমনই তথ্য মিলেছে নির্বাচন কমিশনের দপ্তর থেকে।