|
---|
নিজস্ব সংবাদদাতা : প্রতি বছর পূজোর সময় উত্তরবঙ্গের পাহাড়ে ছুটি কাটাতে যান প্রচুর মানুষ। প্রতি বছরের ন্যায় চলতি বছরেও পুজোর ছুটিতে বুকিং বাড়ছে। উত্তরবঙ্গগামী বেশিরভাগ ট্রেনের টিকিট ফুল বুকিং হয়ে গেছে। পাল্লা দিয়ে বাড়ছে ওয়েটিং লিস্টে এর সংখ্যা। প্রতি বছরের মত চলতি বছরেও উত্তরবঙ্গ এর পাহাড়ে ভ্রমন পর্যটকদের পছন্দের মধ্যে রয়েছে বলা যেতেই পারে। উল্লেখ্য পুজোর ছুটি পড়তে মাস তিনেক রয়েছে, কিন্তু দেখা যাচ্ছে অধিকাংশ উত্তরবঙ্গগামী ট্রেনের টিকিট শেষ। ওয়েটিং লিস্টের দিকে তাকিয়ে যাত্রীরা। হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস, দার্জিলিংমেল, পদাতিক ,সহ বেশ কিছু ট্রেনে টিকিট বুকিং প্রায় শেষ।