শিলিগুড়িতে স্ক্রাব ভাইরাসে আক্রান্ত একটি 4 বছরের শিশু

শিলিগুড়ি: শিলিগুড়িতে করোনা আতঙ্ক অনেকটাই কমেছে, কিন্তু এরই মধ্যে মাথাচাড়া দিয়ে উঠেছে ডেঙ্গু এবং স্ক্রাব ভাইরাস। শিলিগুড়িতে দেড় মাস ধরে দেখা যাচ্ছে ডেঙ্গু সংক্রমণ বেড়েই চলেছে। এরইমধ্যে নতুন সংযোজন স্ক্রাব ভাইরাস আতঙ্ক।

    শিলিগুড়ি পুরো নিগমের 36 নম্বর ওয়ার্ডের অন্তর্গত বিনয় মোড় এলাকায় এক শিশু স্ক্রাব ভাইরাসে আক্রান্ত বলে জানা গিয়েছে। ঘটনার খবর সামনে আসতেই জেলা স্বাস্থ্য দপ্তর বিশেষ সতর্ক থাকার কথা বলেছে। শিশুটি বর্তমানে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ডেঙ্গুর পাশাপাশি স্ক্রাব ভাইরাসে আক্রান্ত শিশুটি।

    ঘটনার খবর জানতে পেরেই শিলিগুড়ি পুরো নিগমের 36 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জন শীল শর্মা ওয়ার্ডের এলাকা পরিদর্শন করেন। ওয়ার্ডের মানুষকে সচেতন থাকার কথা তিনি বলেন । এছাড়া বিভিন্ন নর্দমা গুলিতে মশা নাশক তেল স্প্রে করা হয়। জেলা স্বাস্থ্য দপ্তর থেকে বলা হয়েছে রাতে শোয়ার সময় যেন প্রত্যেকে মশারি ব্যবহার করেন।

    গত তিন মাস ধরে দেখা যাচ্ছে শিলিগুড়িতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ছয়জন ডেঙ্গু আক্রান্ত রোগীর চিকিৎসা চলছে। শিলিগুড়ি পুরো নিগমের মেয়র গৌতম দেব জানান ডেঙ্গু প্রতিরোধ করার ব্যাপারে সব রকম পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া শহরবাসীকে সচেতন থাকার বার্তা জানান।