|
---|
শিলিগুড়ি: আজ থেকে শুরু হল মাধ্যমিক পরিক্ষা।দুবছর পরে মাধ্যমিক শুরু হওয়ায় খুশী সবাই।খুশী ইষ্কুলের শিক্ষক এবং শিক্ষিকারা।খুশী অভিভাবকেরাও।শিলিগুড়িতে মাধ্যমিক পরিক্ষার জন্য কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।পুলিশ কমিশনার গৌরব শর্মা নিজে বেশ কয়েকটি ইষ্কুলে ঘুরে দেখেন।তিনি নিজের হাতে ছাত্রছাত্রীদের হাতে তুলে দেন গোলাপ ফুল এবং পেন।এবারে শিলিগুড়ি শহরে মাধ্যমিক পরিক্ষার্থীর সংখ্যা 35000এর কাছাকাছি বলে জানা গেছে।যার মধ্যে পুরুষ পরিক্ষার্থীর সংখ্যা 16000এবং মহিলা পরিক্ষার্থীর সংখ্যা প্রায় উনিশ হাজারের কাছাকাছি।
গতকাল থেকেই মাধ্যমিক পরিক্ষা উপলক্ষে চারিদিকে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে দেয় পুলিশ।ইষ্কুলগুলির সামনে দিয়ে যানবাহন চলাচল এবং হর্ন বাজানো এবং কোন অনুষ্ঠানের বাজনা বাজানো কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।মাধ্যমিক পরিক্ষার জন্য শিলিগুড়ির বেশ কয়েকটি জায়গায় ইন্টারনেট ব্যাবস্থা বন্ধ রাখা হয়েছে।তৃনমুল কংগ্রেস সভাপতি পাপিয়া ঘোষ এবং মেয়র গৌতম দেব মাধ্যমিক পরিক্ষার সমস্ত পরিক্ষার্থীদের শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়েছেন।