|
---|
নিজস্ব সংবাদদাতা : শিল্পের প্রতি প্রেম ভাষা, ধর্ম-সীমান্তের উর্ধ্বে। তাই তো সাবা আজাদ যখন মাণিকবাবুর ‘গুপি গাইন বাঘা বাইন’ ছবির গান গাইলেন, বন্ধু হৃতিক রোশন খোলামেলাভাবেই প্রকাশ্যে তাঁর প্রশংসায় পঞ্চমুখ।
“মহারাজা তোমারে সালাম…” গানটি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন সাবা। আর প্রেমিকার কণ্ঠে বাংলা গান শুনে মুগ্ধ হৃতিক। প্রশংসাতেও ভরিয়ে দিয়েছেন তাঁকে। গানের প্রতি শৈশব থেকেই সাবার টান। বিভিন্ন ভাষার গান যেমন শোনেন, তেমন গাইতেও পছন্দ করেন। এবার সত্যজিৎ রায়ের ছবির গান গাইলেন
অভিনেত্রী আসলে অসুস্থ অবস্থায় বাড়িতে রয়েছেন। সাবার মন্তব্য, “এই সময়ে গান ছাড়া আর কিছুই করার মতো শক্তি নেই আমার। অনেক ছোটবেলায় এক ফিল্ম ফেস্টিভ্যালে ‘গুপি গাইন বাঘা বাইন’ ছবিটা দেখেছিলাম। এরপরই বাবা-মা আমাকে সেই সিনেমার গানের ক্যাসেট কিনে দেন। সেই সময়ে বাংলা ভাষা বুঝতাম না। কিন্তু সেই ক্যাসেটের গানগুলো এতটাই ভাল লেগে গিয়েছিল যে, খুব তাড়াতাড়ি সেটা আমার প্রিয় হয়ে উঠেছিল। এমনকী, সবকটা গানের লিরিকস-ও মুখস্থ হয়ে গিয়েছিল। যদিও এই গানটা গাওয়ার সময় উচ্চারণ ভুল হয়েছে। তার জন্য আমাকে ক্ষমা করে দেবেন।”
পাশাপাশি সাবা এও জানান যে, “গানগুলোর একটা শব্দ না বুঝেও প্রত্যেকটা গান শিখে ফেলেছি। আসলে ভাষায় কিছু যায়-আসে না। কোনও গান যদি তোমার মনকে নাড়া দেয় তো নাড়া দেবেই। দিন কয়েক আগেই এক সান্ধ্যকালীন আড্ডায় বন্ধুদের সঙ্গে যখন গান গাইছিলাম, মনে পড়ল ‘গুপি গাইন বাঘা বাইন’ ছবিটার প্রতিটা গান আজও আমার কেমন মনে রয়েছে। তারপরই এই গান রেকর্ড করলাম। মনে সাহস পেলে বাকি গানগুলোও গেয়ে শোনাবো। দয়া করে আমার গানের গলাকে মাফ করবেন। রেকর্ড করার আগে আরেকটি রেওয়াজ করে নিলে ভাল হত।”