|
---|
অমিত খিলাড়ি, সবং : সোমবার ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের বুড়াল এলাকায়। স্থানীয় সূত্রে জানাযায় গতকাল অর্থাৎ রবিবার রাতে বুড়াল অঞ্চলের মহিলা নেত্রী ও তার স্বামী দলীয় মিটিং সেরে বাড়ি ফিরছিল, সেই সময় সিপিআইএম ও বিজেপি আশ্রিত দুস্কৃতিরা ওই নেত্রীকে লক্ষ্য করে বোমা মারে। বোমা লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রানে বাঁচে যান দুই জন। আজ সোমবার সকালে উক্তবুড়াল ডিপ টুয়েল মোড় এলাকা থেকে উদ্ধার হয়েছে ব্যাগ ভর্তি বোমা। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে সবং থানার পুলিশ পৌঁছে বোমগুলো উদ্ধার করার চেষ্টা করছে।