|
---|
অমিত খিলাড়ি, সবং : ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের ৩ দাঁররা অঞ্চলের চাঁদকুড়ি এলাকায়, জানা যায় গত ৮ তারিখ উক্ত অঞ্চলের কানাইশোল এলাকায় ব্যালট বক্সে জল ঢেলে দেইয়ার অভিযোগ ওঠে,সেই বুথে আজ সোমবার পুননির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে গতকাল রাতে উক্ত অঞ্চলের তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি তপন সীট তার কর্মীদের নিয়ে মানুষকে বোঝাচ্ছিলেন সেই সময় ওই অঞ্চলের তৃণমূলের সভাপতি আজাদ আলি খানের নেতৃত্বে কয়েকজন তৃণমূল কর্মী এসে বন্দুক ঠেকিয়ে বেধড়ক মারধরে, ঘটনায় আহত হোন ৪ জন তৃণমূল কর্মী বর্তমানে সবং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, পুন নির্বাচনের আগে সবংয়ে গোষ্টীকোন্দল ঘিরে উত্তপ্ত এলাকা মোতায়েন সবং থানার বিশাল পুলিশ বাহিনী, এবিষয়ে তৃণমূলের অঞ্চল সভাপতিকে ফোন করা হলে তিনি ফোন ধরেননি