|
---|
নিজস্ব প্রতিবেদক, পাঁশকুড়া: পাঁশকুড়া চৌরঙ্গী মোড় পূজা সমিতির পৃষ্ঠপোষকতায়, শ্রাবণী মেলা কমিটির পরিচালনায় পাঁশকুড়া তে আজ থেকে শুরু হল শ্রাবণী ও মিলন মেলা,শ্রাবণী মেলার আজ উদ্বোধন করেন পাঁশকুড়া পৌরসভার চেয়ারম্যান নন্দকুমার মিশ্র, এছাড়াও উপস্থিত ছিলেন পাঁশকুড়া থানার আইসি আশিষ মজুমদার, পৌরসভার কাউন্সিলর সেক সমিরুদ্দিন,পাঁশকুড়া ব্যবসায়ী সমিতির সম্পাদক সহ একাধিক বিশিষ্ট ব্যাক্তিরা।
কোভিডের গ্রাফ ঊর্ধ্বমুখী হওয়ার ফলে, করোনা সচেতনতা রাখছে শ্রাবণী মেলা কমিটির কর্মকর্তারা, মেলা কমিটির পক্ষ থেকে স্যানিটাইজার এবং মাস্কসের ব্যবস্থা রাখা হয়েছে।এদিন মেলা কমিটি জানান পাঁচ বছর আগে এই মেলার সূচনা হয়েছিল,দু’বছর কোভিডের কারনে
মেলা করা সম্ভব হয়নি,ওই সময় আমরা বিভিন্ন সমাজ সেবামূলক কাজ করেছি,করোনার বাড়ন্ত কমে যাওয়ার পরে আজ থেকে শ্রাবণী মেলার শুরুর সিদ্ধান্ত নিয়েছি।