|
---|
সুর ইসলাম,মেমারি : ২৪ জুলাই,সাহিত্য সংস্কৃতি প্রসার সমিতির সাহিত্য সভা অনুষ্ঠিত হয় ২৪ জুলাই রবিবার বিকাল তিনটায় হূগলী জেলার বৈঁচির বাঁটিকা উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে। বৈকালিক এই মহতী সভায় রাজ্য সম্পাদক সৌমিত্র চট্টোপাধ্যায় এর উপস্থিতিতে রাম পাত্র,শ্যামল ভট্টাচার্য্য, ধীরেন্দ্রনাথ রায়, দেবকী দুলাল চক্রবর্তী, সুফি রফিক উল ইসলাম,বিমল বসু, বাসুদেব মাল, নাসিমা বেগম বুলু, তনুশ্রী রায়, চিন্ময়ী মিত্র, সুজাতা বক্সী, নিমাই দেবনাথ,শিব শংকর বক্সী, বাসুদেব মন্ডল প্রমুখ প্রায় পঁচিশ জন সংস্কৃতি মনস্ক ব্যক্তি উপস্থিত হয়ে কবিতা পাঠ, আবৃত্তি, সঙ্গীত, বাঁশি পরিবেশনের সঙ্গে সঙ্গে সাহিত্য সংস্কৃতি প্রসারের অগ্ৰগতি বিষয়ে বাংলা ভাষার প্রসার,সুস্থ শিল্প-সংস্কৃতি এবং সংহতির প্রসার বিষয়ে আলাপ-আলোচনা করেন।