|
---|
নতুন গতি, ওয়েব ডেস্ক : কোভিড পরিস্থিতিতে রক্তের চাহিদা পূরণ করতে রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং রাজারহাট নিউ টাউন তৃণমূল কংগ্রেস এর সহযোগিতায় । বিধাননগর পৌরনিগমে’র ৪ নং ওয়ার্ড কোঅর্ডিনেটর জনাব সাহনাওয়াজ হোসেন মন্ডল ডাম্পি’র উদ্দোগে স্বেচ্ছায় রক্তদান শিবির সম্পন্ন হয় রাজারহাটের সলুয়া মুসলিম পাড়ায়।
মহতি রক্তদান উৎসবে রক্তদাতাদের উৎসাহিত করতে হাজির ছিলেন রাজারহাট নিউটাউন বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রী তাপস চট্টোপাধ্যায়,পৌর প্রশাসক বিধাননগর পৌরনিগম শ্রীমতি কৃঞ্চা চক্রবর্তী, জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ তথা বিশিষ্ট শিক্ষক নেতা জনাব এ কে এম ফারহাদ সাহেব, রাজারহাট পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রী প্রবীর কর, রাজারহাট নিউ টাউন তৃণমূল যুব কংগ্রেস সভাপতি আফতাব উদ্দিন, জেলা পরিষদের সদস্যা জাহানারা বিবি,পৌরনিগমের সদস্যা রহিমা বিবি, জেলা ছাত্র পরিষদের সভাপতি বাণীব্রত চক্রবর্তী পিনাকী নন্দী,হাজী সামসুল, মসজিদের ইমাম ইমরান সাহেব তৃণমূল নেতৃত্ব সহ বিশিষ্টজনেরা।