|
---|
সাকিব হাসান,বারুইপুর: পেট্রোলে ৫ ও ডিজেলে ১০ টাকা ট্যাক্স কমানোর দাবিতে রবিবার দুপুরে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুরে আসেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। এবং তারই নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিল আটকে দেওয়ায় রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকেন তিনি। তার সাথে বিক্ষোভ দেখান প্রচুর বিজেপি কর্মিসমর্থকরা। এ প্রসঙ্গে রাজ্য বিজেপি সভাপতি তিনি বলেন, মুখ্যমন্ত্রী বারবার তার মানবিকতা ও বিবেক সবকিছু তিনি ভুলে গেছেন। উনাকে আবারও মনে করাবো যে মানুষ রাজ্যের মুখ্যমন্ত্রীর মানবিকতা এবং মানুষের প্রতি তার সহানুভূতি থাকা দরকার। তিনি আরো বলেন মানুষের স্বার্থে কথা বললেই তৃণমূল কংগ্রেস বাধা দেবেই।
পশ্চিমবঙ্গের গরিব মানুষের কথা ভেবে অতিসত্বর লিটার পিছু ৫ টাকা পেট্রোল এবং ডিজেলে ১০ টাকা লিটার প্রতি টেক্স কমানো দরকার। আর তার জন্যই জনগণের কাছে যাতে আমরা যেতে না পারি, তাই বিজেপিকে আটকানোর জন্য তারা এই কাজ করছে। আর এখানে এসে বঙ্গবন্ধুর হত্যাকারিরা লুকিয়ে থাকে, পুলিশ তাদের ধরতে পারে না। পশ্চিমবঙ্গকে বাঁচাতে আমাদের এই লড়াই চলবে বলে জানান বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।