|
---|
নতুন গতি প্রতিবেদক : আমন্ত্রণ কমপ্লেক্সে প্রত্যয়ের সেল্ফ-ডিফেন্স প্রশিক্ষণরত ছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠান, আবৃত্তি, সঙ্গীত, নৃত্যে অংশগ্রহণ করেন কলি দাস, কুসুম দাস, সঞ্চিতা ঘোষাল, আরোহী রাজ, সৃজনী, মুমতাজ, রাহিদা। শিশুশিল্পী কুষাণ ঘোষ, আর্য, স্নেহা, আয়ুষ্মান, আবৃত্তি পরিবেশন করে। সেইসিনকাই ইন্ডিয়ার সাগর হালদার ও সুহৃদ হালদার বিভিন্ন ধরণের মার্শাল আর্ট প্রদর্শন করে সবাইকে বিস্মিত করে। শিশু দিবস উপলক্ষে স্বাগত ভাষণ দেন প্রত্যয়ের সভাপতি ও এস. আই. অফ প্রাইমারি স্কুলস্ মাননীয় কৃষ্ণেন্দু ঘোষ এবং শিশু দিবসের তাৎপর্য বিষয়ে মূল্যবান বক্তব্য রাখেন প্রত্যয়ের প্রধান পৃষ্ঠপোষক জয়নগর থানার আই. সি. মাননীয় অতনু সাঁতরা মহাশয়। এছাড়া প্রত্যয়ের সম্পাদিকা শ্রীমতী গীতা নন্দী, প্রত্যয়ের চীফ কোচ এবং সেইসিনকাই ইন্ডিয়া চিফ টেকনিক্যাল ডাইরেক্টর ও চিফ কোচ শিহান দেবব্রত হালদার ও অভিভাবকদের পক্ষ থেকে শ্রীমতী রাজশ্রী ব্যানার্জী সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শেষে সকলের হাতে উপহার তুলে দেওয়া হয়।
সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনা করে রাহিদা মোল্লা।