|
---|
বাইজিদ মণ্ডল, ডায়মন্ড হারবার:- বিশিষ্ঠ ফুটবলার ও রেফারি রায়দিঘির খাঁড়া পাড়ায় নিজের বাসভবনে শেষ নিঃশাস ত্যাগ করেন। সূত্রে খবর সুন্দর বনের রায়দিঘির খাড়াপাড়ায় প্রত্যন্ত চাষী পরিবারে জন্ম গ্রহণ করে ছিলেন তিনি।ছোট বেলা থেকেই ফুটবল পাগল ছিলেন,প্রচন্ড ভালো ফুটবল খেলতেন।একটা সময় তিনি খাঁড়া পাড়া শান্তি আশ্রম এবং পল্লী মঙ্গল সমিতির হয়ে অনেক দিন ফুটবল খেলেছেন। সেই সময় বিশিষ্ট ক্রীড়া সংগঠক তথা জাতীয় পুরস্কার প্রাপ্ত শিক্ষক হরিসাধন মন্ডলএর নেতৃত্বে দক্ষিনী ক্রীড়া সংস্থা পরিচালনার জন্য তখন রেফারির প্রয়োজন পরে।সেই সময় খেলা ছেড়ে ধুলা দা সহ করেকজন সাময়িক খেলোয়াড় মুখে বাঁশি ধরলেন, শুরু হল নতুন ভাবে পথ চলা।পল্লী বাংলার মাঠ ছেড়ে এবার সামনে আরো এগিয়ে যাওয়ার চেষ্টায় কোলকাতার ট্রেন ধরলেন কালিপদ বাউর।দক্ষিণের প্রায় প্রতিটি মাঠে খেলা ধুলার অগ্রগতির স্বার্থে খেলা ছেড়ে ফুটবল রেফারি রূপে আত্মপ্রকাশ করলেন গ্রাম বাংলার সহজ সরল সাদাসিদে মানুষ ধুলা দা।ততদিনে ক্যালকাটা রেফারি অ্যাসোসিয়েসন পাশ করে পূর্ণাঙ্গ রেফারি রূপে জীবন শুরু করেন তিনি, কখনো খেলা অসমাপ্ত করে ফেরেননি।তিনি সুন্দর বনের অন্যতম ফুটবল রেফারি সংগঠন দক্ষিনি রেফারি অ্যাসোসিয়েসন এর অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন।এমনই এক বর্ণময় অধ্যায় এর পারি সমাপ্তি হল সোমবার।নিজের বাস ভবনে তিনি শেষ নিঃশাস ত্যাগ করলেন,তার মরদেহ এলাকার এক শ্মশানে শেষ কৃত সম্পূর্ন হয় আজ।তাঁর অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এলো বাংলার সমগ্র রেফারি জগতে।