দরিদ্রদের খাদ্য দান সিভিক পুলিশের

আর এ মণ্ডল,ইন্দাস : বাঁকুড়া জেলার ইন্দাস থানার অধীন করিশুণ্ডা গ্রাম পঞ্চায়েত এলাকায় কর্মরত ৩০জন সিভিক পুলিশের উদ্যোগে স্থানীয় গ্রামের দরিদ্র খেটে খাওয়া মানুষদের প্রত্যেককে ৫ কেজি চাল,২ কেজি আলু,সোয়াবিন,মুড়ি, বিস্কুটের প্যাকেট ও হাত ধোয়ার জন্য একটি করে সাবান দেওয়া হয়। ২ এপ্রিল গোবিন্দপুর বাজারে সকাল ১১টায় বিতরণ পর্ব শুরু করেন ইন্দাস থানার ওসি বিদ্যুৎ কুমার পাল এবং প্রায় বেলা ১টায় সম্পূর্ণ হয়। দরিদ্র মানুষের মধ্যে প্রহ্লাদ বাগ্দী,উর্মিলা বাগ্দী ও দূর্গা দে প্রমুখেরা বলেন যে লক ডাউন এর জন্য তারা খুবই অসুবিধায় পড়েছেন।এই সাহায্য পেয়ে তারা খুবই খুশি।

    সিভিক পুলিশদের পক্ষ থেকে মুন্সী সুজাউদ্দিন ও কৌশিক ঘোষ জানান যে সারা বিশ্বে এখন করোনা ভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়ছে।এ’দেশেও তার প্রকোপ বাড়ছে।রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ডাকে সাড়া দিয়ে এলাকার প্রায় ২৫০জন গরিব দুঃস্থ মানুষদের সামান্য খাদ্য সামগ্রী বিতরণ করা হলো।তাঁদের বেতনের কিছু অংশ এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের সহযোগিতায় তাঁরা এই মহতী কাজটি করতে পেরে নিজেদের ধন্য মনে করেন। বিতরণ সময়ে “করোনা ভাইরাস,”প্রসঙ্গে সচেতনতামূলক কথাও বলা হয়।