|
---|
আলিপুরদুয়ার: অবশেষে সন্দেহ সত্যি হলো। ময়নাতদন্তের রিপোর্ট এসেছে আলিপুরদুয়ারের বীরপাড়া একটি চা বাগান থেকে বুধবার সকালে যে চিতাবাঘটির মৃতদেহ উদ্ধার করা হয়েছে তাকে পিটিয়ে খুন করা হয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে স্থানীয় এলাকার বাসিন্দারা ওই চিতাবাঘ টি কে পিটিয়ে খুন করেছে । স্থানীয় থানায় এই বিষয়ে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে।
প্রসঙ্গত ওই চা বাগানের পাশ দিয়ে বুধবার সকালে কাজে যাওয়ার সময় কয়েকজন স্থানীয় বাসিন্দা দেখেন একটি চিতা বাঘের মৃতদেহ পড়ে আছে। সঙ্গে সঙ্গে তারা বনদপ্তর এবং স্থানীয় পুলিশ প্রশাসনে খবর দেন। এরপর পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে চিতাবাঘের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো ব্যবস্থা করে।