|
---|
গলসি: পুলিশের তৎপরতায় বড়োসড়ো নাশকতার ছক বানচাল হলো। সরকারি বাস থেকে মিললো ২০ টি বোমা। কলকাতা থেকে সিউড়ি গামে এস বি এস টি সি সরকারি বাসে পাওয়া গিয়েছে বোমা। বোমা পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গলসি থানার পুলিশ এক যুবককে গ্রেপ্তার করেছে। যুবকের নাম মোহাম্মদ আনসারী সে কলকাতার বাসিন্দা বলে জানা গিয়েছে।
প্রাথমিক তদন্তের পর জানানো হয়েছে টার্গেট ছিল পানাগর সেনা ছাউনি, পানাগর সেনা ছাউনি উড়িয়ে দেওয়ার জন্য নাশকতার পরিকল্পনা করা হচ্ছিল। বাসটি যখন কলকাতা থেকে পানাগর এর উদ্দেশ্যে রওনা হয় , তখন পানাগর সেনা ছাউনির গোয়েন্দা বিভাগ যাবতীয় সব কিছু প্রশাসনকে জানায়।
এরপর গলসি থানার পুলিশ মঙ্গলবার সন্ধ্যা থেকে নাকা চেকিংয়ের শুরু করে , এবং একটি সরকারি বাস থেকে ২০ টি বোমাসহ এক যুবককে আটক করে। খুব দ্রুত ব্রণ স্কোয়াডে খবর দেওয়া হয়। বোম স্কোয়াড দ্রুত তৎপরতায় সংলগ্ন স্থানে এসে বোমা গুলি নিষ্ক্রিয় করা হয়।