ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে দ্বিতীয়বারের জন্য দুয়ারে সরকার কর্মসূচির শুরু

হাসান লস্কর, কুলতলি : পশ্চিমবঙ্গের প্রতিটি বিধানসভার-বেশ কয়েকটি অঞ্চলে আজ থেকে শুরু হল দুয়ারে সরকার । এমনি পরিষেবা পেতে কয়েক হাজার মানুষ অধীর আগ্রহে লাইনে থেকে ফর্ম সংগ্রহ করছেন এবং ফর্ম ফিলাপ করে জমা দিচ্ছেন। আজকের দুয়ারে সরকার পরিষেবা পেতে উপচে পড়া মানুষের ভিড় লক্ষ্য করা গেল। এখানে যে সমস্ত পরিষেবা পাবেন সাধারণ মানুষ তা ফ্লেক্স, ফেস্টুন, ব্যাপারের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে তা দেখা মিলছে। লক্ষীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, কাস্ট সার্টিফিকেট, শস্য বীমা, মানবিক প্রকল্প, বার্ধক্য বিধবা ভাতা, রূপশ্রী প্রকল্প, শিক্ষার্থী, যুবশ্রী, ঐক্যশ্রী সহ একাধিক পরিষেবা । সাধারণ মানুষের দাবী কেবলমাত্র একটি অঞ্চলে একাধিক দুয়ারে সরকার ক্যাম্প হলেও অনেক মানুষ এই পরিষেবা থেকে বঞ্চিত হবেন। অধিক সংখ্যক মানুষের বসবাস সে ক্ষেত্রে একদিনে বর্তমান করোনা মহামারীর জন্য সোশ্যাল ডিসটেন্স মেইনটেন্স করা সাধারণ মানুষের পক্ষে সম্ভব হয়নি। এ নিয়ে কিছু মানুষ চিন্তিত এবং সমালোচনা করছেন।