দুর্গাপুরে মহিলা দ্বারা পরিচালিত হস্তশিল্প ও খাদ্য মেলায় অনুষ্ঠিত হল।

লু তুব আলি : দুর্গাপুরে মহিলা দ্বারা পরিচালিত হস্তশিল্প ও খাদ্য মেলায় অনুষ্ঠিত হল মননশীল অনুষ্ঠান। দুর্গাপুর ও সংলগ্ন এলাকায় মেয়েদের স্বনির্ভর হওয়ার লক্ষ্যে দুর্গাপুরের চারটি স্বেচ্ছাসেবী সংস্থা তিনদিনের হস্তশিল্প ও খাদ্য মেলার আয়োজন করেছিল। আয়োজক দুর্গাপুর এডিশন সবুজ সংঘ ক্লাব, নান্দনিক বচন, সুর ও ছন্দম এবং সুরঙ্গম। এই মেলার উদ্বোধন করেন দুর্গাপুর ৩নং ও ১নং ওয়ার্ডের বোরো চেয়ারম্যান সুস্মিতা ভূঁই এবং রিনা চৌধুরী। তিন দিনের এই মেলায় মহিলারাই প্রায় ৫০টি স্টল বসিয়েছিলেন। মহিলারা নিজের হাতে খাবার তৈরি করে বিভিন্ন ধরনের খাবারের পসরা বসিয়েছিলেন। বিশেষত বাড়ির গৃহিণী ও মেয়েরা অংশগ্রহণ করেন। বর্তমান সময়ের প্রেক্ষাপটে পুরুষেরা সংসার চালাতে হিমশিম খেয়ে যাচ্ছেন। সংসার চালাতে পুরুষদের সঙ্গে মহিলারাও যাতে সহায়ক এর ভূমিকা পালন করতে পারেন এই উদ্দেশ্যেই এই মেলার আয়োজন বলে উদ্যোক্তারা জানান। নান্দনিক বচন এর কর্ণধার ও সংস্কৃতিমনা সুস্মিতা সেন গুপ্ত জানান, মহিলারা যাতে স্বতঃস্ফূর্তভাবে পুরুষদের পাশাপাশি বিকল্প কর্মসংস্থান করতে পারেন সেই দিশা দেখাতে এই ধরনের মেলার আয়োজন করা হয়েছে। মেলা উপলক্ষে সান্ধ্যকালীন অনুষ্ঠানে রবীন্দ্র-নজরুল সন্ধ্যায় মননশীল অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ও কাজী নজরুল ইসলামের নাতনি সোনালী কাজী কথায় গানে স্মৃতিচারণায় সঙ্গীত মুখর সন্ধ্যা কে প্রাণিত করে তোলেন। উপস্থিত ছিলেন কল্লোল কাজী ও লিজা কাজি। উল্লেখ্য বিদ্রোহী কবিতা র শতবর্ষ উপলক্ষে নান্দনিক বচন শঙ্খ ধ্বনির মধ্য দিয়ে সমগ্র বিদ্রোহী কবিতাটি পরিবেশন করে। এই কবিতাটির সামগ্রিক উপস্থাপনা দর্শক-শ্রোতাদের মন জয় করে। অংশগ্রহণ করেন সুমনা মুখার্জী, মিতা মজুমদার, সোমা মুখার্জি, হাসি দেবনাথ, পুষপা ভান্ডারী, মধুমিতা চট্টরাজ। এছাড়াও সুর ও ছন্দম এবং সুরঙ্গমা র শিল্পীরা নৃত্যানুষ্ঠান ও সঙ্গীতানুষ্ঠানে অংশগ্রহণ করেন। এডিশন সবুজ সংঘের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সম্পাদক দেবাশিস বোস সহ নারান মন্ডল, সন্তোষ পাল, সুজিত ঘোষ, সমর বিশ্বাস প্রমুখ। নৃত্যানুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অংশগ্রহণ করেন সোমা ঘোষাল, পাপিয়া বোস, হাসি দেবনাথ, মধুমিতা চট্টরাজ। সমগ্র অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সুস্মিতা সেন গুপ্ত, মধুমিতা চট্টরাজ ও সোমা মৈত্র।