|
---|
লুতুব আলি, বর্ধমান, ১ জুলাই : দুর্গাপুরের প্রান্তিক মানুষদের বিনামূল্যে রথ দেখালো প্রান্তিক। বহুদিন ধরে বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি বহু দেশ ঘুরে, দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়াছি সিন্ধু ; দেখা হয় নাই চক্ষু মেলিয়া ; ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু …. কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই চিরন্তন কবিতাকে নিয়ে অনুধাবন করে দুর্গাপুরের স্বেচ্ছাসেবী সংস্থা প্রান্তিক, প্রান্তিক মানুষদের বিনামূল্যে রথ দেখালো, তার সঙ্গে খাওয়া-দাওয়া ও ছিল ফ্রি। বহু টাকা যারা জীবনে কোনদিন চোখেই দেখেনি তাদের কাছে দেশ-বিদেশ পাড়ি দিয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার বাসনা স্বপ্নাতিত। প্রান্তিকের কর্ণধার দেবাশীষ বদ্যকর ও সদস্যা সঙ্গীতা নন্দীর কথায় : কোন দান ধ্যান বা পূর্ণ লাভের আশায় নয়, এটা আমাদের সামাজিক কর্তব্য। মলিন মুখের একটু হাসি বাঁশির সুর মনে, জীবনের গতি সচল থাকুক আনন্দ চোখের কোনে। দুর্গাপুরের প্রান্তিক মানুষগুলো জানেনই না যে দুর্গাপুরের চিত্রালয়ের মাঠে এত বড় রথের মেলা বসে। রথের মেলা উপভোগ করে মলিন মুখের মানুষগুলো তৃপ্তি সহকারে অনেক আনন্দ উপভোগ করলেন। সংস্থা পক্ষ থেকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দীপিকা রায়, সরিতা ম্যাডাম, সুমি চৌধুরী, তুষার কান্তি ঘোষ, শুভলক্ষী ঘোষ, কাকলি ভট্টাচার্য, প্রশান্ত বায়ান, জ্যোৎস্না বাদ্যকর, অসিত দাস, মিতা দাস প্রমুখ।