|
---|
লুতুব আলি, বর্ধমান, ২২ জুন : পূর্ব বর্ধমান জেলার আদর্শ বিদ্যালয় প্রকৃত অর্থে আদর্শ ই। বর্ধমান শহরের এই বিদ্যালয়টির নাম বর্ধমান আদর্শ বিদ্যালয়। এই বিদ্যালয়টি সার্বিক উন্নয়ন ঘটিয়ে সবুজায়ন ঘটিয়ে রাজ্যের মধ্যে প্রথম সারির বিদ্যালয়ের তালিকায় নাম তুলেছে। অন্যদিকে দুর্গাপুরের সুরেন চন্দ্র মডার্ন স্কুল ও খ্যাতির শিখরে অবস্থান করছে। এই দুই বিদ্যালয় ই বর্ধমানের গাছ গ্রুপের সদস্য। দুর্গাপুর সুরেনচন্দ্র মডার্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা, কর্তৃপক্ষরা বর্ধমান আদর্শ বিদ্যালয় এর সৃজনাক্ত কাজ প্রত্যক্ষ করলো। সুরেন চন্দ্র মডার্ন স্কুলের সম্পাদক সুশান্ত পোদ্দার এই প্রতিবেদক কে বলেন, বর্ধমান আদর্শ বিদ্যালয়ের যেদিকেই চোখ যাবে সেই দিকেই সবুজের সমারোহ, বিদ্যালয় এর অন্দর, বাহির বৈচিত্রে একাকার। এই সবুজ বিদ্যালয় পরিদর্শন করে আমাদের দুই চোখ আর ও বেশি করে খুলে গেল। বর্ধমান আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা গাছ গ্রুপের অন্যতম কর্মকর্তা সুবীর দে বলেন, গাছ গ্রুপের প্রাণপুরুষ, গাছ মাস্টার অরূপ চৌধুরীর দর্শনকে ছত্রে, ছত্রে রূপায়ণ করার প্রয়াস চালিয়ে যাচ্ছি। সুরেনচন্দ্র মডার্ন স্কুলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষিকা জলি ঘোষ, ভারপ্রাপ্ত শিক্ষিকা মলি পোদ্দার, সহকারী প্রধান শিক্ষিকা বৈশাখী রায়। গাছ গ্রুপের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অরূপ চৌধুরী, সুকল্যাণ বোস, শেখ মিসকিন আলী, রাজেশ হালদার, আবজেল মন্ডল, প্রিয়ব্রত পাঁজা, মোহাম্মদ উজির আলী, অরূপ সাহা, রাজীব হুই, ইসমাইল সেখ, বিপদতারণ মিশ্র, সৌগত রায়, চঞ্চল সেন, অশোক সরকার, সঙ্গীতা সিনহা, কুতুব উদ্দিন আহমেদ, রাখি হালদার, খুশি চক্রবর্তী, খুকু কর্মকার প্রমুখ।