|
---|
শেখ মোহাম্মদ ইমরান,নতুন গতি, মেদিনীপুর:-লক ডাউন পরিস্থিতিতে ছাত্র ছাত্রীদের সুবিধার কথা ভেবে ই টিচিং ব্যবস্থা চালু করা হয়েছে সি বি এস সি বোর্ড অনুমোদিত মেদিনীপুরের ডি এ ভি পাবলিক স্কুলে।গত ২৫শে মার্চ থেকে এই ই-টিচিং ক্লাস শুরু হয়ে। স্ন্যাপ হোম ওয়ার্ক আ্যপের মাধ্যমে স্কুলের ছাত্রছাত্রীদের সাথে শিক্ষক-শিক্ষিকাদের যোগাযোগ আগে থেকেই ছিল, বিভিন্ন ধরনের নোটিশ ও বাড়ির কাজ দেওয়া হতো এই অ্যাপের সাহায্যে। বর্তমানে এই অ্যাপসের মাধ্যমে নতুন ক্লাসের সিলেবাস ও সব বিষয়ে র পড়া পাঠাচ্ছেন দিচ্ছেন শিক্ষক-শিক্ষিকারা । এছাড়া জুম আ্যপসের মাধ্যমে ভি ডিও কনফারেন্স করে ছাত্র ছাত্রীদের পড়ানো হচ্ছে। নতুন বই গুলো স্কুলের
ওয়েবসাইটে পি ডি এফ করে লোড করা হচ্ছে। বিদ্যালয়ের অধ্যক্ষ বনমালী বিশওয়াল জানান এই পুরো ব্যাবস্থাটা স্মার্টফোন ফোনের মাধ্যমে যোগাযোগ করে করা হয়েছে । এই বিদ্যালয়ের অনেক শিক্ষক আছেন যারা মেদিনীপুরে বাইরে আছেন,লক ডাউন সবাই নিজের কাজের মধ্যে থেকে যেমন কাটাতে পারছেন, পাশাপাশি ছাত্র ছাত্রীদের উপকার হচ্ছে। অভিভাবক -অভিভাবিকাদের পক্ষ থেকে ও শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে এই ধরনের উদ্যোগকে স্বাগত জানানোর পাশাপাশি অভিনন্দন জানানো হয়েছে। তাঁরা চান বর্তমান পরিস্থিতিতে এই ব্যাবস্থায় নিয়মিত পড়াশোনা চলুক। আগামী দিনে এই ই টিচিং নিয়ে কীভাবে আরো ভালো করা যায় সে বিষয়ে স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষক-শিক্ষিকার প্রতিনিয়ত চেষ্টা করছেন।