|
---|
নূর আহামেদ মেমারি, ২৪ মার্চ ২০২৩ : শুক্রবার বিকেলে বিজুর গ্রামে পিক আপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হয় দুই বৃদ্ধের। অন্যান্যদিনের মতোই ওই দুই বন্ধু বিজুর হাটতলা মোড়ে রাস্তার ধারে বসে গল্প করছিলেন। হঠাতই একটি পিকআপ ভ্যান সজোরে এসে বাইক কে ধাক্কা মারে। প্রসঙ্গগত ওই বাইক আরোহী সহ বসে থাকা দুই বন্ধুকেও ধাক্কা মারে। স্থানীয় সূত্রে জানা যায়। বাইক আরোহী অল্প আহত হলেও বসে থাকা ওই দুই বন্ধু গুরুতরভাবে জখম হয়। ঘটনার পর পরই তড়িঘড়ি স্থানীয় মানুষেরা উদ্ধার করে মেমারি হাসপাতালে আনা হলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত বলে ঘোষণা করে। মৃত ওই দুই ব্যক্তির নাম নিমাই পাল (৮১) ও নীলমনী দে (৭২) বাড়ি বিজুর। ঘটনায় বিজুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।