কেরল থেকে কাঁথি আসার পথে ১০টি কাজু বাদাম ভর্তি লরিকে আটকে দিল এগরা রেগুলেটেড মার্কেটিং অথরিটি। সাউথ আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আসা এই কাজু বাদাম গত চারদিন ধরে আটকে রয়েছে এগরাতে। ফলে চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন কাঁথির কাজু ব্যবসার সাথে যুক্ত ব্যবসায়ীরা।