|
---|
তরণী চট্টোপাধ্যায়, নতুন গতি: আন্তর্জাতিক মানবাধিকার দিবসে কলকাতার আশুতোষ মেমোরিয়াল হলে শ্রেষ্ঠ সাহিত্য সংগঠক 2018 সম্মাননা প্রদান করা হলো নতুন গতি পত্রিকার সম্পাদক ইমদাদুল হক নুর কে। ইন্টার ন্যাশনাল কাউন্সিল অফ হিউম্যান এন্ড ফান্ডামেন্টাল রাইটস এর পক্ষ থেকে স্মারক ও উত্তরীয় তুলে দেয়া হয় তাকে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী গৌতম সরকার ,উত্তম শাস্ত্রী, কবি মতিয়ার মুক্তা, অভিষেক গুপ্ত ,সাহিত্যসেবী শান্তি নাথ চট্টোপাধ্যায়, নৃত্যশিল্পী মাধুরী মজুমদার,
সংগীত পরিচালক কল্যাণ সেন বরাট,প্রত্যেককেই স্ব স্ব ক্ষেত্রে অবদানের জন্য পুরস্কৃত করা হয়। মানুষের অধিকার নিয়ে আলোচনা করেন অনুষ্ঠানের উপস্থিত বক্তারা। নতুন গতির সম্পাদক এমদাদুল হক নুর বক্তব্যের শুরুতেই কবি আবদুল কাদিরের উক্তি তুলে বলেন “যারা বৃহতের কল্পনা করে মহৎ স্বপ্ন দেখে তারা এই মহৎ কল্যাণ এই ধরায় এনছে ডেকে”, আই সি এইচ এস আর এর সাধারন সম্পাদক মানব সেবায় ব্রতী হয়েছেন মানুষের কল্যাণে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের জন্য কাজ করাই লক্ষ্য, তার এই মহৎ কাজের ধন্যবাদ জ্ঞাপন করে বলেন বাড়ির পাশে মানুষ খেতে পায়না কোন চিকিৎসা পায় না তাদের দিকে ভ্রুক্ষেপ থাকে না এই মেকি মূল্যবোধ থেকে যতদিন না বের হতে পারব সহানুভূতি দেখাতে পারব ততদিন কিছুই হবে না। তিনি কোরআন শরীফের কথা উল্লেখ করে বলেন “মানব সেবা থেকে বড় কিছুই নেই” প্রসঙ্গত উল্লেখ্য এমদাদুল হক নুর কলকাতায় 21 বছর ধরে সাহিত্য সভা করে আসছেন এবং আগ পর্যন্ত 78 জন সাহিত্যসেবী কে পুরস্কৃত করেছেন ,এছাড়াও অসংখ্য গুণীজনকে সমাজসেবা ও মেধা পুরস্কার দিয়েছেন । সংগ্রাম মিত্র বলেন আমাদের কোন দেশ নিয়ে আমাদের কোন জাতি নেই আমাদের কোন ধর্ম নেই সর্ব ধর্ম নির্বিশেষে হাতে হাত মিলিয়ে আমরা চলতে চাই সবার সঙ্গে অনুষ্ঠানে কবিতা পাঠ নৃত্য প্রদর্শন দর্শকদের মুগ্ধ করে।