জরুরি প্রয়োজনে রক্তদান

নিজস্ব সংবাদদাতা:জরুরি প্রয়োজনে কিছুটা রেয়ার‌ বি নেগেটিভ গ্রুপের রক্ত দিতে এগিয়ে এলেন দূই যুবক সঞ্জীব বারিক ও দেবকান্ত মনৃডল।একদিকে করোনা আবহ,অন্যদিকে ভোটের মরসুম তাই কম-বেশি রক্তের সংকট চলছে গোটা রাজ্যজুড়েই। তাছাড়া রয়েছে রক্তের গ্রীষ্মকালীন চাহিদা।তাই প্রায় দিনই সমস্যায় পড়তে হচ্ছে রোগীর বাড়ির লোকেদের। গতকাল শুক্রবার এভাবেই এভাবেই সমস্যায় পড়েন মেদিনীপুরে হাসপাতালে চিকিৎসাধীন বেলদার কুশবসানের বাসিন্দা পৌঢ় মেঘনাথ প্রধানের বাড়ির লোকেরা।মেঘনাদ বাবুর ছেলে পুলকেশ প্রধান ব্লাড ব্যাংকে রক্ত না পেয়ে রক্তদানর সাথে যুক্ত বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে যোগাযোগ করেন। শেষমেষ আজ দুপুরে ছাত্রসমাজের কৌশিক কঁচ সূত্রে রক্ত দেন সঞ্জীব বারিক এবং শিক্ষক নবীন চন্দ্র ঘোষ সূত্রে রক্ত দেন দেবকান্ত মন্ডল। রোগীর বাড়ির লোকেরা রক্তদাতা সহ এই কাজে যুক্ত সবাইকে অভিনন্দন জানিয়েছেন।