|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: আলিপুরদুয়ারের অরবিন্দনগরে বিকল ইভিএম, ফিরে যাচ্ছেন ভোটাররা। আলিপুরদুয়ারের ৮ নং ওয়ার্ডের ঘটনা। অরবিন্দ নগরের বুথে সকাল থেকে ভোটারদের লম্বা লাইন ছিল। ইভিএম বিকল হওয়ায় শুরুতেই বিপত্তি। সময়ে শুরুই করা যায়নি ভোটগ্রহণ পর্ব। বিরক্ত হয়ে ফিরে যান অনেক ভোটার। ইভিএম সারানোর কাজ করছেন ভোটকর্মীরা।
অন্যদিকে ইভিএম বিকলে ক্ষুব্ধ দশরথ তিরকে। সকালে কুমারগ্রাম প্রাথমিক স্কুলের দশের ৩৯ নম্বর বুথে ভোট দিতে যান আলিপুরদুয়ারের তৃণমূল প্রার্থী। ইভিএম খারাপ থাকায় ভোট দিতে না পেরে বেরিয়ে যান তিনি। বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশনকে।