|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: মঙ্গলবার জোরালো বিস্ফোরণে কেঁপে ওঠে কাবুলের একাধিক স্কুল। প্রথম বিস্ফোরণের শব্দ শোনা যায় পশ্চিম কাবুলের মুমতাজ স্কুল চত্বর থেকে ও দ্বিতীয়টির দাস্ত-এ-বারচি এলাকার একটি স্কুল থেকে।
তবে অন্য একটি সূত্রের খবর, একটি স্কুলেই পরপর তিনটি বিস্ফোরণ হয়। স্থানীয় হাসপাতাল সূত্রে খবর, বিস্ফোরণে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে যাদের আনা হয়েছিল তাদের মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে। জখম অন্তত ১৪ জন।
এ প্রসঙ্গে কাবুলের কমান্ডারের মুখপাত্র খালিদ জাদরান জানিয়েছেন “একটি হাই স্কুলে পরপর তিনটি বিস্ফোরণ ঘটেছে। শিয়া সম্প্রদায়ভুক্ত বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে।”