|
---|
নিজস্ব সংবাদদাতা : বসতবাড়ি লিখে দেওয়া নিয়ে ঝগড়া পরিবারের মধ্যে। এমন সময় বাড়ির মালিক হারাধন বিশ্বাসের সাথে দেখা করতে আসেন স্থানীয় এক ব্যবসায়ী তাপস সিংহ রায়। জানা যায়, ওই ব্যবসায়ী বাড়িতে এলে অশান্তি আরও বেড়ে যায়। অভিযোগ, পরিবারের দুই সদস্য অ্যাসিড ছুঁড়ে মারে ওই ব্যবসায়ীর গায়ে। গুরুতর জখম হন তাপস বাবু। বাড়ির মালিক হারাধন বাবুর অভিযোগ, কিছুদিন আগেই তার একটি গুরুতর অপারেশন হয়। তিনি আক্রান্ত ওই ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা ধার নেন। অপারেশনের পর একদিন তার বাড়িতে ড্রেসিং করানোর সময় উপস্থিত ছিলেন আক্রান্ত ব্যবসায়ী তাপস বাবু। সেদিনই হারাধন বাবুর বাড়িতে জমি জায়গা নিয়ে অশান্তি চলছিল বলে জানান তিনি। এরই মধ্যে হঠাৎ করে তাপস বাবু নীচে এসে বাড়ি যাওয়ার সময় যখন তিনি নিজের স্কুটিতে উঠতে যাবেন, ঠিক তখনই হারাধন বাবুর মেয়ের জামাই ও ছেলে অ্যাসিড ছুঁড়ে মারে, আর তার ফলেই গুরুতর আহত হন তাপস বাবু। সামান্য জখম হন হারাধন বাবু নিজেও বলে জানিয়েছেন তিনি।
হারাধন বাবু পেশায় সিকিউরিটির কাজ করেন। নিজের বাড়িতে বেশিদিন থাকতে পারেন না, ছুটিতে আসতে পারেন কেবল মাত্র। তার ছেলে কর্মসূত্রে বিদেশে থাকতেন। তার জামাই সোমনাথ সিংহ রায় সোনা রুপোর কাজ করেন বলে জানান তিনি। আক্রান্ত ব্যবসায়ী তাপস সিংহ রায়কে চিকিৎসার জন্য শক্তিনগর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। অভিযুক্ত হারাধন বিশ্বাসের মেয়ের জামাই ও ছেলেকে আটক করেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ।