‘গড়বেতা বন্ধু সমাজ’র জঙ্গল রক্ষা অভিযান

মেদিনীপুর: ‘বসন্ত এসে গেছে’। বসন্ত মানেই পাতা ঝরার মরসুম। আর এই বসন্তে জঙ্গল পরিষ্কার করার অজুহাতে জঙ্গলে অগ্নিসংযোগ করাটাও নিত্যনৈমিত্রিক ঘটনা। কিন্তু এই জঙ্গল পোড়ানোর কুফল সুদূরপ্রসারী; গাছ, বন্যপ্রাণী এবং মানুষের ক্ষতি হয়; জঙ্গলের বাস্তুতন্ত্র বিঘ্নিত হয়। তাই ‘গড়বেতা বন্ধু সমাজ’র বন্ধুরা অরণ্যবন্ধু হয়ে জঙ্গল রক্ষা অভিযানে ব্রতী হয়েছে। জঙ্গলে অগ্নিসংযোগের প্রতিবাদে মানুষকে সচেতন করতে আজ ৬০ নং জাতীয় সড়কে এবং রসকুণ্ডু জঙ্গলে প্রচার চালানো হয়; তার সাথে অনুষ্ঠিত হয় পথসভা। এছাড়া জাতীয় এবং রাজ্য সড়ক বরাবর জঙ্গলে আগুন লাগানোর বিরুদ্ধে পোস্টার লাগানো হয়।

    উপস্থিত ছিলেন স্থানীয় বিট অফিসার সরোজ মুদি; গড়বেতা থানার এস.আই এবং অনান্য বনদপ্তরের আধিকারিকরা। গড়বেতা বন্ধুসমাজের সদস্যদের জনগণের কাছে অনুরোধ “আসুন না সবাই মিলে হাত হাত রেখে আমাদের পরম মিতা ‘অরণ্য’কে রক্ষা করার অঙ্গীকারে ব্রতী হয়।”